কোথায় যেন শুনেছিলাম এবার ঈদে(২০১৫) মোট ১৮০টির মত নাটক মুক্তি পেয়েছে। বোঝাই যাচ্ছে এতগুলো নাটক দেখে শেষ করা মোটামুটি অসম্ভবের কাছাকাছি। এখানে কিছু ভাল মনে হওয়া নাটকের লিষ্ট দেয়া হল। ইউটিউব লিংক নিজ দায়িত্বে খুজে নেবেন। (নাটকের নামগুলো তিথী হোসাইনের স্টাটাস থেকে নেয়া হয়েছে) ঈদের ৭/৬ দিনের ধারাবাহিক নাটকঃ সিকান্দর বক্স এখন রাঙ্গামাটি (মোশারফ করিম) অস্থির পারভেজ রাগ করে রাঙামাটি ঘুম বাবুর বিয়ে ভ্যানিটি ব্যাগ ফরমাল ইন অ্যাকশন ফ্যান্টাস্টিক তরফদার খায়েশ ঈদের দিনের মুক্তি পাওয়া নাটকের লিস্টঃ ছায়াসঙ্গি (মাহাফুজ, মম) Fanatic স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচিত্র (তিশা, সাজু খাদেম) ক্রায়িং রুম (তিশা, ইরেশ যাকের) পে ব্যাক (তিশা, জন) দ্যা সাইলেন্স (তিশা, সজল) ভূতের ভয় (অপি করিম) জান কুরবান ( মোশারফ করিম, রিচি) ঈদের দ্বিতীয় দিনের মুক্তি পাওয়া নাটকের লিস্টঃ সেই রকম ঘুষখো র শেষ অধ্যায় টম অ্যান্ড জেরি লাভ ফাইনালি ভূতের ভয় এ জার্নি বাই পাস্ট যমজ ৩ শর্ট টেম্পার স্টোরি বোর্ড আকাশের ঠিকানা অনুমতি প্রার...