গবেষণা করে বের করলাম বাংলাদেশে ৭ রকম সাপোর্টারের বসবাস- (মিলিয়ে নিন ঠিক কি না) (মোজাহিদুল ইসলাম পলাশ )
১. যারা বাংলাদেশ সাপোর্ট করে এবং একমাত্র বাংলাদেশকেই সাপোর্ট করে। হাজার জরুরি কাজ ফেলে টিভির সামনে বসে পড়ে বাংলাদেশের খেলা দেখার আশায়। ২.যারা বাংলাদেশ সাপোর্ট করে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ইন্ডিয়াকেও তারা সাপোর্ট দেয়। পাকিস্তান শত্রু তাই নট সাপোর্ট। ৩.যারা বাংলাদেশ সাপোর্ট করে এবং মুসলিম মুসলিম ভাই ভাই যুক্তিতে পাকিস্তানকেও সাপোর্ট করে। ১৯৭১ সালের কথা উঠলে তাদের ঐতিহাসিক বক্তব্য "খেলার সাথে রাজনীতি মিশাবেন না।" ৪.যারা অল্প অল্প বাংলাদেশ, অল্প অল্প ইন্ডিয়া, অল্প অল্প পাকিস্তান, অল্প অল্প শ্রীলঙ্কা, ইদানিং অল্প অল্প আফগানিস্তানকেও সাপোর্ট করে। তাদের মাঝে আমরা এশিয়া মহাদেশ পিরিতি প্রবল ভাবে দেখতে পাই।তাদের নিষ্পাপ স্টাইলে বক্তব্য হল- বাংলাদেশ জিতুক বা হারুক কিন্তু কাপটা যেনো এশিয়া মহাদেশেই থাকে। ৫.যারা ডাইহার্ড অস্ট্রেলিয়া সাপোর্টার।অনেক বছর থেকে অস্ট্রেলিয়া ক্রিকেটে নাম্বার ওয়ান হয়ে আসছে।এটাই ভাললাগার কারণ। তাদের চোখে সবসময় অস্ট্রেলীয় মুগ্ধতা থাকে। তারা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত যুদ্ধকে বাজে আলোচনায় সময় নষ্ট হিসেবে দেখে। (ফুটবলে এই রোগের প্রকপ বেশি। বাংলাদেশের বেশির ভ...