কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। না-না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে। আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। - [ ২ বার ] বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা। বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। বাসতে বাসতে ভালো তোমারই দু'হাতে গেছি মরে। বাসতে বাসতে ভালো তোমারই দু'হাতে গেছি মরে। আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়াপথ ধরে। খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে। রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজও ভুলে। না-না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। Song Credits : Song name: Kichchu Chaini Aami Singer: Anirban Bhattacharya Music Composer: Prasen Lyricist: Dipangshu Achary...