অকালে চলে গেলেন "শ্রীদেবী কাপুর" বলিউডের প্রথম নারী সুপারস্টার | Sridevi Kapoor passed away | Breaking News 2018 |
শ্রীদেবী কাপুর , যেন বিশ্বাসই হয় না এই বলিউড মহারানী আর বেঁচে নেই। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী ২০১৮ তারিখে) দুবাইতে কার্ডিয়াক ব্যাথার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন। বৃদ্ধ থেকে তরুণ সকল বয়সের দর্শকদের মন জয় করেছিলেন তিনি। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আজ তিনি স্মৃতির পাতায় বেঁধে নিলেন নিজেকে। শ্রীদেবী শ্রীদেবী 1963 সালের 13 আগস্ট তামিলনাড়ুর শিভাকিতে জন্মগ্রহণ করেন, তামিল পিতার আযান এবং তেলেগু মাতা রাজেশ্বরী। তার বাবা ছিলেন আইনজীবী। তিনি একটি বোন এবং দুই ধাপে ব্রাদার আছে। 1980-এর দশকে মিঠুন চক্রবর্তীর শ্রীদেবী সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। শ্রীদেবী মিঠুন চক্রবর্তীের সঙ্গে রাকেশ রোশনের জগ উথা ইনসান (1984) -এর প্রেমে পড়েছিলেন। শ্রীদেবী ও মিঠুন চক্রবর্তী যৌথভাবে বিয়ে করেন এবং মিঠুন চক্রবর্তী তার স্বজনদের বিয়ের কার্ড প্রকাশ করে সংবাদপত্রের কাছে তা স্বীকার করেন শ্রীদেবী 1996 সালে অভিনেতা অনিল কাপুর এবং সঞ্জয় কাপুরের বড় ভাই বোনি কাপুরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই মেয়ে ঝানভি ও খুশি। পেশা শিশু শিল্পী (1967-1975) হিসাবে...